শীর্ষরিপো্র্ট ডটকম । ১০ সেপ্টেম্বর ২০১৬

আজ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস আজ। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হবে।
মনোরোগ বিশেষজ্ঞরা মনে করেন, আত্মহত্যাপ্রবণ মানুষ আত্মহননের সিদ্ধান্ত নেওয়ার আগে যদি কারো সঙ্গে কথা বলার সুযোগ পান, তবে সেই পথ থেকে তার ফিরে আসার যথেষ্ট সম্ভাবনা থাকে।
মূলত এ জন্যই বিশেষজ্ঞরা বলে আসছেন, বাংলাদেশে আত্মহত্যা রোধে একটি হটলাইন চালু করা জরুরি। প্রতিবেশি ভারত-শ্রীলঙ্কাতেও এ ধরনের হটলাইন চালু রয়েছে বলে জানিয়েছেন তারা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে ২০১২ সালে বাংলাদেশে আত্মহত্যার অনুমিত সংখ্যা ছিল ১০ হাজার ১৬৭টি। পুলিশ সদর দফতর এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট যে তথ্য দেয় তাতেও দেখা যায় এ সংখ্যা বেশ কাছাকাছি।