শীর্ষরিপো্র্ট ডটকম । ১ নভেম্বর ২০১৬
জাতীয় যুব দিবস আজ। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘আত্মকর্মী যুব শক্তি, টেকসই উন্নয়নের মূল ভিত্তি’। এ উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেছেন, যুবরাই জাতির প্রাণশক্তি, উন্নয়ন ও অগ্রগতির প্রধান নিয়ামক। যুব সমাজের দৃপ্ত পদচারণায় বিশ্ব এগিয়ে চলেছে এবং অনাগত দিনগুলোতেও তা অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, তাদের উদ্ভাবনী ক্ষমতা, অমিত তেজ ও সাহস, কর্মস্পৃহা এবং কর্মক্ষমতা দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুবকরাই জাতির প্রাণশক্তি, দেশের মূল্যবান সম্পদ এবং দেশের মানুষের স্বপ্ন ও সম্ভাবনার প্রতীক।
দেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ যুব উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে তাদের মধ্যে নেতৃত্ব, দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগিয়ে তোলা সম্ভব।
দিবসটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনের জন্য এবার সারা দেশে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।