শীর্ষরিপো্র্ট ডটকম । ১২ জানুয়ারি ২০১৭

রাষ্ট্রপতি
নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে আলোচনার জন্য আগামী সপ্তাহে আরো কয়েকটি রাজনৈতিক দলকে বঙ্গভবনে আমন্ত্রণ জানানো হবে।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বুধবার বাসসকে জানান, ‘রাষ্ট্রপতির সাথে আলোচনার জন্য আগামী সপ্তাহে আরো কয়েকটি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে।’
নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক আলোচনার উদ্যোগ নিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং এরই অংশ হিসেবে গত ১৮ ডিসেম্বর তিনি বিএনপি’র সাথে আলোচনা করেন।
এ পর্যন্ত তিনি ২৩টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন।
কাজী রকিবউদ্দিন আহমদের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কারণে রাষ্ট্রপতি এই সংলাপের উদ্যোগ নিয়েছেন।