আগামী নির্বাচনের ইশতেহার তৈরির কাজ চলছে

শীর্ষরিপো্র্ট ডটকম । ১৪  জানুয়ারি  ২০১৭

আগামী নির্বাচনের ইশতেহার তৈরির কাজ চলছে

আগামী নির্বাচনের ইশতেহার তৈরির কাজ চলছে

আওয়ামী লীগের  সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাআগামী নির্বাচনের জন্য আওয়ামী লীগের ইশতেহার তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন । শনিবার ধানমন্ডির নিজ কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের পর একথা জানান তিনি। বলেন, উন্নয়ন অব্যাহত থাকলে ২০২১ সালের মধ্যেই মধ্যম আয়ের বাংলাদেশ গড়া সম্ভব।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন নিজ কার্যালয়ে। এ খবরে ধানমন্ডি অফিসের সামনে শত শত নেতাকর্মী ও ভক্ত সমর্থকদের ভিড়। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি হাজির হন সহযোগী সংগঠনের নেতারাও।

শনিবার বিকেল চারটায় নিজ কার্যালয়ে আসেন শেখ হাসিনা। এসময় ফুল দিয়ে তাকে স্বাগত জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

পরে মতবিনিময়ের সময় নেতাকর্মীদের দলীয় সভাপতি জানান, আগামী নির্বাচনের ইশতেহার তৈরির কাজ চলছে।

এসময় তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত থাকলে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ গড়া কঠিন কাজ নয়।

নেতাকর্মীদের মানুষের কল্যাণে কাজ করার নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, সততা থাকলে যেকোন বাধাই অতিক্রম করা সম্ভব।

২০তম জাতীয় সম্মেলনের পর প্রথম এবং তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর দ্বিতীয়বারের মতো ধানমন্ডির নিজ কার্যালয়ে এলেন শেখ হাসিনা।

 

Related posts