‘আওয়ামী লীগের নেতৃত্বে পাকিস্তানের সংবিধান রচিত হয়েছে’: হাছান মাহমুদ

শীর্ষরিপো্র্ট ডটকম । ৫  অক্টোবর  ২০১৬

‘আওয়ামী লীগের নেতৃত্বে পাকিস্তানের সংবিধান রচিত হয়েছে’: হাছান মাহমুদ

‘আওয়ামী লীগের নেতৃত্বে পাকিস্তানের সংবিধান রচিত হয়েছে’: হাছান মাহমুদ

‘আওয়ামী লীগের নেতৃত্বে পাকিস্তানের সংবিধান রচিত হয়েছে’ বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ হলো সেই দল, যে দলের নেতা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল। শুধু বাংলাদেশ স্বাধীন নয়, এই আওয়ামী লীগের নেতৃত্বে পাকিস্তানের সংবিধান রচিত হয়েছিল।’

তিনি বলেন, ‘১৯৫৬ সালের আগে পর্যন্ত পাকিস্তানের কোনো সংবিধান ছিল না। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে যখন আওয়ামী লীগ পাকিস্তান কেন্দ্রীয় সরকারে ক্ষমতায় ছিল তখন পাকিস্তানের সংবিধান রচিত হয়েছিল।’

এ সময় আওয়ামী লীগের নেতৃত্বে ভাষা আন্দোলন ও ২১ ফেব্রুয়ারিকে শহীদ দিবস ঘোষণা করা হয়েছিল বলে উল্লেখ করেন হাছান।

এর আগে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং প্রচার ও প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক এইচটি ইমামের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য অসীম কুমার উকিল, মারুফা আক্তার পপি প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের স্লোগান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এবারের সম্মেলনের স্লোগান হলো ‘শেখ হাসিনার নেতৃত্ব উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে দুর্বার এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার।’

সম্মেলন উপলক্ষে করা চটের ব্যাগ ও ক্যাপ দেখানো হয়। ব্যাগের একপাশে লেখা আছে সম্মেলনের স্লোগান ও অন্যপাশে রয়েছে আল্লাহ সর্বশক্তিমান, জয়বাংলা ও জয় বঙ্গবন্ধু। ২০তম জাতীয় সম্মেলন ২০১৬। বাংলাদেশ আওয়ামী লীগ।

এ ব্যাগে সম্মেলন উপলক্ষে প্রকাশিত বিভিন্ন প্রকাশনা ও পানির বোতল এবং ডায়বেটিস রোগীদের কথা বিবেচনা করে দুটি করে চকলেট দেয়া থাকবে বলে জানান হাছান মাহমুদ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ধন্যবাদ জানিয়ে হাছান বলেন, বিএনপির এ নেতা বলেছেন ‘বিএনপির সামনে কঠিন পথ’। এ কথা আমরা অনেক দিন ধরে বলে আসছি। তিনি (গয়েশ্বর) আজ সত্য কথা বলেছেন। তিনি মনের অজান্তে অনকে সত্য কথা প্রকাশ করে দেন। এ জন্য তাকে ধন্যবাদ জানাই।

 

Related posts