শীর্ষরিপো্র্ট ডটকম । ২২ ডিসেম্বর ২০১৬
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয় নিশ্চিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন ডা. সেলিনা হায়াৎ আইভী।
বৃহস্পতিবার রাতে বিজয় নিশ্চিত হওয়ার পর তিনি প্রধানমন্ত্রীকে ফোন করেন বলে একাধিক সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, টেলিফোন করে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান ও শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চান।
শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ডা. সেলিনা হায়াৎ আইভী দেখা করবেন বলে সূত্রগুলো জানিয়েছে।