আইফোনে নিরাপত্তা ঝুঁকি

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ১  জানুয়ারি  ২০১৭

আইফোনে নিরাপত্তা ঝুঁকি

আইফোনে নিরাপত্তা ঝুঁকি

মারাত্মক নিরাপত্তা ত্রুটি পাওয়া গেছে টেক জায়ান্ট অ্যাপেলের আইওএস অপারেটিং সিস্টেমে পরিচালিত আইফোনে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ব্যবহারকারীদের কাছে বিশাল আকারের ফাইল অ্যাটাচমেন্ট করে বার্তা পাঠাচ্ছে হ্যাকাররা।

উদ্বেগের বিষয় হল ওই সংযুক্ত ফাইলের আকার অনেক বড় হওয়ায় তা দেখাতে গিয়ে আইফোনে থাকা ইনস্ট্যান্ট মেসেজিং সেবা অকার্যকর হয়ে পড়ছে। কোন কোন ক্ষেত্রে আইফোনও নষ্ট হয়ে যায়।

আইফোনের এ ত্রুটি প্রথম শনাক্ত করেন ভিনসিডস১৩ নামের একজন হ্যাকার। এ বিষয়ে ইউটিউবে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি জানান, আইওএস ৯ থেকে পরবর্তী সব অপারেটিং সিস্টেমে চলা আইফোনে নিরাপত্তা ত্রুটির ঝুঁকি রয়েছে। সূত্র : ইন্টারনেট

 

Related posts