অধিক ফসল উৎপাদনের দিকে এগিয়ে যেতে হবেঃ রাষ্ট্রপতি

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ১৫   অক্টোবর  ২০১৬

অধিক ফসল উৎপাদনের দিকে এগিয়ে যেতে হবেঃ রাষ্ট্রপতি

অধিক ফসল উৎপাদনের দিকে এগিয়ে যেতে হবেঃ রাষ্ট্রপতি

ফসল উৎপাদন এবং লাগসই প্রযুক্তি ব্যবহার করে নির্মল পরিবেশ নিশ্চিত করার মাধ্যমেই অধিক উৎপাদনের দিকে এগিয়ে যেতে হবেব লেছেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ । বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে শনিবার এক বাণীতে তিনি এ কথা বলেন। আগামীকাল (১৬ অক্টোবর) বিশ্ব খাদ্য দিবস পালিত হবে।

প্রতি বছরের মতো এবারো বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও ‘বিশ্ব খাদ্য দিবস-২০১৬’ উদযাপিত হচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন। দিবসটি উপলক্ষে খাদ্য উৎপাদনে গবেষণা, সম্প্রসারণ, বিপণনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে তিনি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি বলেন, ‘কৃষি আমাদের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। আবহমানকাল থেকেই কৃষি দেশের উন্নয়নের প্রধানতম খাত হিসেবে বিবেচিত হয়ে আসছে। সীমিত জমি থেকে বর্ধিত জনসংখ্যার খাদ্যনিরাপত্তার টেকসই পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। পরিবর্তিত জলবায়ুতে সবার জন্য নিরাপদ খাদ্যের বলয় তৈরিতে কৃষিতেও টেকসই প্রযুক্তির সমন্বয় জরুরি।’

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে অভিযোজন উপযোগী ফসলের নিত্যনতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং তা সম্প্রসারণের ক্ষেত্রে বিজ্ঞানী, সম্প্রসারণকর্মীসহ সংশ্লিষ্ট সবাই আরো মনোনিবেশ করবেন।

আবদুল হামিদ আরো বলেন, সরকারের সময়োপযোগী বিভিন্ন নীতি ও পদক্ষেপ গ্রহণ এবং সংশ্লিষ্ট সবার ঐকান্তিক প্রয়াসেই আমরা আজ খাদ্যে স্বংম্ভরতা অর্জন করতে সক্ষম হয়েছি। উপরন্তু বিদেশে খাদ্য ও কৃষিপণ্য রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পেরেছি।

এ বছরের বিশ্ব খাদ্য দিবসের প্রতিপাদ্য ‘জলবায়ু পরিবর্তনের সাথে খাদ্য এবং কৃষিও বদলাবে’ অত্যন্ত যৌক্তিক ও সময়োপযোগী বলে তিনি উল্লেখ করেন।

 

Related posts