২২ অক্টোবর শিক্ষার্থীদের জন্য ভারতীয় ভিসা ই-টোকেন ছাড়াই

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ১৮  অক্টোবর  ২০১৬

২২ অক্টোবর শিক্ষার্থীদের জন্য ভারতীয় ভিসা ই-টোকেন ছাড়াই

২২ অক্টোবর শিক্ষার্থীদের জন্য ভারতীয় ভিসা ই-টোকেন ছাড়াই

ন্যূনতম ১৮ বছর বয়সী বাংলাদেশের শিক্ষার্থীদের ই-টোকেন ছাড়া আগামী ২২ অক্টোবর ভারতীয় ভিসা দেওয়া হবে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে হাইকমিশন।

মূলত বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ভারতীয় হাইকমিশন এই সুবিধা প্রদান করছে। দুই দেশের মানুষের মধ্যে বন্ধন আরো দৃঢ় করাই হাইকমিশনের এই উদ্যোগের লক্ষ্য বলে বর্ণনা করা হয়।

ভারতের হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৮ বছরের বেশি বয়সের শিক্ষার্থীরা ভারতে ট্যুরিজম ভিসার জন্য আবেদন করতে চাইলে আগামী ২২ অক্টোবর তারিখে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সরাসরি ভারতীয় হাইকমিশনের ভিসা অফিসে এসে দেখা করতে পারবেন। এবং ভিসা পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা না থাকলে তাদের ভিসা প্রদান করা হবে। এজন্য পূর্বেই ই-টোকেন বা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেয়ার প্রয়োজন হবে না।

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র গুলশান-১ এর ১৩৭ নম্বর রোডের ১২ নম্বর বাড়িতে আগ্রহীদের আসতে হবে। এ সময় তাদের সঙ্গে থাকতে হবে নিজ বিশ্ববিদ্যালয় বা কলেজের আইডি কার্ড এবং তার একটি কপি ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে সংযুক্ত থাকতে হবে।

 

 

Related posts