সামুদ্রিক সম্পদের উপর বাংলাদেশের প্রস্তাব গৃহীত

শীর্ষরিপো্র্ট ডটকম। ২৩  মে  ২০১৬

সামুদ্রিক সম্পদের উপর বাংলাদেশের প্রস্তাব গৃহীত

সামুদ্রিক সম্পদের উপর বাংলাদেশের প্রস্তাব গৃহীত

সামুদ্রিক সম্পদের উপর বাংলাদেশের প্রস্তাব গৃহীত

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টেকসই উন্নয়নের লক্ষ্যে সংরক্ষণ ও মহাসাগরের টেকসই ব্যবহার, সমুদ্র ও সামুদ্রিক সম্পদ বিষয়ে ঐতিহাসিক বাংলাদেশ প্রস্তাব জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (এসকাপ)-এ গৃহীত হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- গত ১৯ মে ব্যাংককে অনুষ্ঠিত জাতিসংঘের পাঁচদিনব্যাপী ৭২তম অধিবেশনের শেষের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সরকার প্রধান ও অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব অনুমোদন করেছেন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আঞ্চলিক সহযোগিতা ও সংহতি বিষয়ক ৭২তম অধিবেশনে এশিয়া প্যাসিফিক অঞ্চলের টেকসই অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন অর্জনের চ্যালেঞ্জ মোকাবেলায় ৫৩টি দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা আলোচনায় অংশগ্রহণ করেন। বাংলাদেশের পক্ষ থেকে ‘রিজনাল কোপারেশন ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক টু প্রমোট দ্যা কনজারভেশন অ্যান্ড সাসটেইনেবল ইউজ অব দ্যা ওশন্স, সীস অ্যান্ড মেরিন রিসোর্স ফর সাটেইনেবল ডেভোলেপমেন্ট’ শীর্ষক প্রস্তাবটি কয়েক দফা আলোচনার পর ঐকমত্যের ভিত্তিতে গৃহিত হয়।

বাংলাদেশের প্রস্তাবের বিবৃতিকে সমর্থন করে বক্তব্য দিয়েছে অস্ট্রেলিয়া, ভারত ও শ্রীলঙ্কা। এছাড়া তারা বাংলাদেশের প্রস্তাবের কো-স্পন্সর।

 

Related posts