শীর্ষরিপো্র্ট ডটকম। ১৬ জুন ২০১৬
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীদের চলতি মাসের বেতন ২৬ জুন প্রদান করা হবে। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ট্রেজারি ব্যবস্থাপনা অধিশাখা থেকে জারি করা আদেশে এ কথা জানানো হয়।
জারি করা আদেশে বলা হয়, ঈদুল ফিতর উপলক্ষে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারী ও সামরিক বাহিনীর নন-কমিশন্ড কর্মকর্তা ও কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতা এবং সকল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর জুন মাসের পেনশনের অর্থ ২৬ জুন প্রদান করা হবে।
প্রসঙ্গত, সরকারি বর্ষপঞ্জি-২০১৬ অনুযায়ী আগামী ৬ জুলাই (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বিধায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।