শীর্ষরিপো্র্ট ডটকম। ১৯ জুন ২০১৬
রাজধানীর খিলাগাঁও মেরাদিয়ার বাঁশপট্টি এলাকায় ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাতনামা এক ব্যক্তি (৩৫) নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার এসআই আল মামুন জানান, রাত দুইটার দিকে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত হওয়ার পর তাকে (অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে গেল ভোর চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
তবে এ বিষয়ে আর কিছু জানাতে পারেননি এসআই আল মামুন।