বনদস্যুদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের

শীর্ষরিপো্র্ট ডটকম। ১  জুন  ২০১৬

মংলায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পনকারী বনদস্যুদের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে র‌্যাব-০৮ এর ডিএডি মো: হাবিব বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

বনদস্যুদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের

বনদস্যুদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের

মামলার একটিতে আসাদুল ইসলাম কোকিল (২৭) ও অপরটিতে ৯ দস্যু মোস্তফা শেখ ওরফে মাষ্টার (৪৬), সোহাগ আকন্দ (৩৭), সোলায়মান শেখ (২২), সুলতান খাঁ (৫৮), ফজলু শেখ (৩৪), শাহীন শেখ (৩২), সুমন সরদার (২৬), হারুন (২৪) ও আরিফ সরদার (২২)কে আসামী করা হয়েছে।

আজ দুপুরে এ সকল দস্যুদের বাগেরহাট আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে মংলা থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফুর রহমান।

তিনি জানান, মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র গোলাবারুদ তুলে দিয়ে আত্মসমর্পন করার পর মাস্টার বাহিনীর প্রধান মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টারসহ ১০ বনদস্যুকে সন্ধ্যায় মংলা থানা পুলিশের কাছে সপর্দ করে র‌্যাব। আইনি প্রক্রিয়ার মাধ্যমে আজ বুধবার দুপুরে তাদেরকে আদালতে তোলা হবে।

 

 

Related posts