প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন

শীর্ষরিপো্র্ট ডটকম। ২১ মে  ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন ও বুলগেরিয়ায় চার দিনের সফর শেষে দেশে ফিরেছেন।

প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীরা শনিবার সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

মুখ্য সচিব আবুল কালাম আসাদসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

শুক্রবার রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সোফিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের পথে রওনা হন শেখ হাসিনা।

বুলগেরিয়ায় গ্লোবাল উইমেন লিডারস ফোরামে অংশ নিতে গত রোববার ঢাকা থেকে রওনা হন শেখ হাসিনা। লন্ডনে দুই দিন অবস্থানের পর বুধবার তিনি বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় পৌঁছান।

সেদিন গ্লোবাল উইমেন লিডারস ফোরামে যোগ দেওয়ার আগে শেখ হাসিনা বুলগেরিয়ার প্রেসিডেন্ট ডেন্ট রোসেন প্লিভনিলিয়েভের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

পরে মূল বক্তা হিসেবে সম্মেলনে দেওয়া বক্তব্যে সমাজ ও রাষ্ট্রের সব পর্যায়ে নারী-পুরুষের সমতা আনতে সব বাধা দূর করার অঙ্গীকারের কথা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

শুক্রবার বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার তিনটি সমঝোতা স্মারক ও একটি কাঠামো চুক্তি হয়।

সফরে বুলগেরিয়ার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের নেতাদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। প্রবাসী বাংলাদেশিরা শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এছাড়া শুক্রবার সোফিয়ায় ন্যাশনাল হিস্টরি মিউজিয়াম পরিদর্শন করেন শেখ হাসিনা। ওইদিনই বুলগেরিয়ার জাতীয় সংসদের সভাপতি মিজ সেসকা সাচিভা দানগোভস্কার দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নেন তিনি।

 

Related posts