প্রধানমন্ত্রী কবি হেলাল হাফিজের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ৩১  অক্টোবর  ২০১৬

প্রধানমন্ত্রী কবি হেলাল হাফিজের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন

প্রধানমন্ত্রী কবি হেলাল হাফিজের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন

গ্লুকোমায় আক্রান্ত কবি হেলাল হাফিজের (৬৮) চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্লুকোমায় আক্রান্ত হয়ে কবির একটি চোখ নষ্ট হয়ে গেছে। এ ছাড়া অন্য চোখটিতেও সমস্যা দেখা দিয়েছে। এর মাঝেই রোববার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেছেন কবি। পরে কবির সঙ্গে কথা বলার পর চিকিৎসার দায়িত্ব নেয়ার কথা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের বলেন, সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কবি হেলাল হাফিজের সাক্ষাৎ হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী কবির শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।

গণভবনে হেলাল হাফিজ প্রধানমন্ত্রীকে তার দুটি কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’ এবং ‘কবিতা ৭১’ উপহার দেন।

কবির সাক্ষাতের সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিশেষজ্ঞ ডা. নুজহাত চৌধুরী উপস্থিত ছিলেন।

 

Related posts