শীর্ষরিপো্র্ট ডটকম। ১৩ জুন ২০১৬
মুসলমান সম্প্রদায়ের জন্য পাঁচ ফরজের এক ফরজ যাকাত প্রদান করা। রমজান এলেই ধর্মপ্রাণ মুসলমান পরিবারের নারীরা প্রতি ভরিতে কত স্বর্ণ দিতে হবে তার হিসাব জানতে চান।
রাজধানীর নিউমার্কেটের আমিন জুয়েলার্সের ব্রাঞ্চ ম্যানেজার তরুন সাহা আলাপকালে জানান, তাদের কাছে ক্রেতাদের অনেকেই মোবাইল ফোনে যোগাযোগ কিংবা সশরীরে হাজির হয়ে প্রতি ভরিতে কত টাকা যাকাত দিতে হবে তা জানতে চান।
New-Market তাদের জ্ঞাতার্থে প্রতি বছরের ন্যায় এবারও তারা ক্রেতাদের সুবিধার্থে যাকাতের পরিমাণ কত টাকা হবে তা জানিয়ে দিতে দোকানে সাইনবোর্ড টানিয়ে দিয়েছেন।
তারা মোট চার ধরনের স্বর্ণের ওপর যাকাতের টাকার পরিমান নির্ধারণ করেছেন। ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরির জন্য ৯১৮ টাকা, ২১ ক্যারেটের ৮৭৭, ১৮ ক্যারেটের ৭৫২টাকা ও সনাতন স্বর্ণের প্রতি ভরির জন্য ৬২৫ টাকা দিতে হবে বলে জানান তিনি।