শীর্ষরিপো্র্ট ডটকম। ১৬ মার্চ ২০১৬
পেশোয়ারে একটি সরকারি বাসে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় ১৫ সরকারি কর্মকর্তা নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ২৫ জন। বুধবার ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় ডন প্রত্রিকা এ তথ্য জানিয়েছে।
স্থানীয় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা মুহাম্মদ কাশিফ বলেন, সরকারি কর্মকর্তাদের বাসে আগে থেকেই বোমা রাখা হয়েছিল। পরে বোমা বিস্ফোরিত হওয়ায় ওই হতাহতের ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
সচিবালয়ের একটি বাস মানদান থেকে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের দিকে যাওয়ার সময় সুনেহরি মসজিদ এলাকার কাছে হঠাৎ করেই বিস্ফোরিত হয়।
সেসময় চারদিকে ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই হামলায় আহতদের স্থানীয় লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পেশোয়ারে বেশ কয়েকবার সরকারি কর্মকর্তা এবং নিরাপত্তা বাহিনীর সদ্স্যদের লক্ষ্য করে এ ধরনের হামলা চালানো হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।