পাঠদানের অনুমতি পেলো ১৪টি কলেজ

শীর্ষরিপো্র্ট ডটকম।  ১৭  মার্চ  ২০১৬

শর্ত সাপেক্ষে ১৪টি কলেজে প্রাথমিক পাঠদানের অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

পাঠদানের অনুমতি পেলো ১৪টি কলেজ

পাঠদানের অনুমতি পেলো ১৪টি কলেজ

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কাউচার নাসরীন স্বাক্ষরিত আদেশ সূত্রে জানা যায়, কুড়িগ্রামের রৌমারীর দাঁতভাঙা মডেল কলেজ, নাগেশ্বরীর সুখাতী মহাবিদ্যালয়, লালমনিরহাটের হাতিবান্ধার দইখাওয়া মহিলা কলেজ, গাজীপুরের বঙ্গবন্ধু কলেজ, ফেনীর এশিয়ান কলেজ, লক্ষ্মীপুরের অক্সফোর্ড মডেল কলেজ, বরিশালের বাকেরগঞ্জের চন্দ্রদ্বীপ কলেজ, ভোলার পশ্চিম মেদুয়া কলেজ, তজুমদ্দিনের তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজ, বগুড়ার গাবতলীর বাগবাড়ি মহিলা কলেজ, ধুনটের বিশ্বহরিগাছা-বহালগাছা বহুমুখী মহাবিদ্যালয়, নাটোরের আবুল খায়ের কলেজ, ঝিনাইদহের কোটচাঁদপুরের মোহাম্মদ আলী মডেল কলেজ প্রাথমিক পাঠদানের অনুমতি পেয়েছে।

এসব শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও না দেয়ার শর্তে নিয়োগকৃত শিক্ষক/জনবলের বেতন ভাতাদি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল হতে পরিশোধ করতে হবে। এ ক্ষেত্রে সরকার কোনো আর্থিক দায়ভার বহন করবে না।

 

Related posts