ঢাকা ওয়াসার এমডিকে দুদকের জিজ্ঞাসাবাদ

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ১  নভেম্বর  ২০১৬

ঢাকা ওয়াসার এমডিকে দুদকের জিজ্ঞাসাবাদ

ঢাকা ওয়াসার এমডিকে দুদকের জিজ্ঞাসাবাদ

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের তিন সদস্যের একটি দল ওয়াসা ভবনে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে।

ঢাকা ওয়াসার পদ্মা (জশলদিয়া) পানি শোধনাগার প্রকল্পে ৩৫০ কোটি টাকা দুর্নীতি এবং বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তাকসিম এ খানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে দুদক সূত্র জানিয়েছে।

এর আগে ২০১৫ সালের ১৪ মে দুদক কার্যালয়ে গিয়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তাকসিম।

তাকসিমের বিরুদ্ধে দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, পদ্মা (জশলদিয়া) পানি শোধনাগার প্রকল্পে ভেটিংয়ের সুযোগ থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে তা না করায় কমপক্ষে ৩৫০ কোটি টাকার ক্ষতি হবে। এছাড়া জমি অধিগ্রহণের আগেই বিদেশ থেকে নিম্নমানের নির্মাণ সামগ্রী (পাইপ) আমদানির জন্য ব্যয় হওয়া টাকার ওপর অতিরিক্ত সুদ গুণতে হবে প্রায় দেড়শ কোটি টাকা। সব মিলে সরকারের বড় অংকের টাকার ক্ষতির পাশাপাশি কাজের মান নিয়েও প্রশ্ন ওঠে।

 

Related posts