ছয় হামলাকারী নিহত, আটক এক : প্রধানমন্ত্রী

শীর্ষরিপো্র্ট ডটকম। ২  জুলাই  ২০১৬

ছয় হামলাকারী নিহত, আটক এক : প্রধানমন্ত্রী

ছয় হামলাকারী নিহত, আটক এক : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ঢাকা-চট্টগ্রাম ও জয়দেবপুর-ময়মনসিংহ চার লেন মহাসড়কের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিসান বেকারিতে সন্ত্রাসী হামলার পর যৌথ অভিযানে ছয় হামলাকারী নিহত হয়েছে। আটক করা হয়েছে এক হামলাকারীকে। জিম্মিদের ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার দুপুর ১২টার আগে রাজধানীতে ঢাকা-চট্টগ্রাম ও ময়মনসিংহ-জয়দেবপুর চার লেন মহাসড়কের  উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ সমালোচনা করেন।

শেখ হাসিনা বলেন, যুক্তরাষ্ট্রে বন্দুকধারীরা বহু মানুষকে হত্যা করেছে। অথচ সিএনএন একটা লাশের ছবিও দেখায়নি। কিন্তু বাংলাদেশে ছবি দেখানোর প্রতিযোগিতা শুরু হয়।

প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস দমনের জন্য কোনো অপারেশনে যাওয়ার প্রস্তুতি নেওয়ার খবর না দেখাতে টেলিভিশনগুলোকে বলা হয়েছে। কিন্তু কিছু কিছু টেলিভিশন সে কথা শুনতে চায়নি।

এ সময় ক্ষোভ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, ‘প্রাইভেট টেলিভিশন আমাদের হাতে দেওয়া। আমি দিতেও যেমন পারি, নিতেও পারি।’

প্রধানমন্ত্রী বলেন, কমান্ডো অপারেশন সফল হয়েছে। অনেককে বাঁচানো গেছে। সন্ত্রাসীদের হত্যা করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার দিন-রাত কাজ করে যাচ্ছে মানুষের উন্নয়নের জন্য। যেসব সড়কে অনবরত দুর্ঘটনা হতো, সেগুলো ঠিক করা হয়েছে। এরপরও কিছু লোক রাস্তায় নিয়ম না মেলে চলায় দুর্ঘটনা ঘটে।

 

Related posts