খিলগাঁওয়ে ছিনতাইকারীদের গুলিতে রিকশাচালক আহত

শীর্ষরিপো্র্ট ডটকম।  ৩০  মার্চ  ২০১৬

খিলগাঁওয়ে ছিনতাইকারীদের গুলিতে রিকশাচালক আহত রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের নিচে ছিনতাইকারীদের গুলিতে সৈয়দ আলী (৪৫) নামে এক রিকশাচালক আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাইদুল হক ওই রিকশাচালককে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।

আহত রিকশাচালক সৈয়দ অালী রাজধানীর সবুজবাগ বাসাবো বালুর মাঠ এলাকায় থাকেন। তিনি বলেন, আজ সন্ধ্যায় বাসাবো টেম্বুস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে শান্তিনগরের দিকে যাচ্ছিলাম। পতিমধ্যে খিলগাঁও ফ্লাইওভারে নিচে জ্যামে আটকে যায় রিকশা। এসময় আমার সামনের রিকশার যাত্রীর ব্যাগ ছিনতাই করে পালানোর চেষ্টা করে এক ছিনতাইকারী। কিন্তু ওই রিকশার চালক ওই ছিনতাইকারীকে ধরে ফেলে। তখন ওই ছিনতাইকারী গুলি করে পালাতে চাইলে ওই গুলি এসে আমার বাম হাঁটুতে লাগে।

ঢামেকের কর্তব্যরত চিকিৎসক জানান, সৈয়দ আলীর বাম হাঁটুতে লাগায় তিনি আশঙ্কামুক্ত রয়েছেন। তাকে জরুরিভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

Related posts