শীর্ষরিপো্র্ট ডটকম। ৪ জুন ২০১৬
বিশ্ব ফুটবলের প্রাচীনতম আন্তর্জাতিক টুর্নামেন্ট ‘কোপা আমেরিকা’। এর শতবর্ষ পূর্তিতে এর বিশেষ আসর শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। এবারই প্রথম দক্ষিণ আমেরিকার বাইরের কোনো দেশ টুর্নামেন্টটি আয়োজন করছে। এটা কোপার ৪৫তম আসর। গেল বছর চিলিতে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা উল্লাসে মাতে স্বাগতিকরা। বছর ঘুরে আবারো শুরু হয়েছে জনপ্রিয় এ টুর্নামেন্ট। শনিবার স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কলম্বিয়ার মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে কোপার শতবার্ষিক আসরটি শুরু হয়। টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হবে ২৭ জুন। দু’টি কনফেডারেশন থেকে মোট ১৬টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। ১০টি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এক নজরে গ্রুপগুলো: গ্রুপ ‘এ’: যুক্তরাষ্ট্র, কলম্বিয়া, কোস্টারিকা, প্যারাগুয়ে। গ্রুপ ‘বি’: ব্রাজিল, ইকুয়েডর, হাইতি, পেরু। গ্রুপ ‘সি’: মেক্সিকো, উরুগুয়ে, জ্যামাইকা, ভেনেজুয়েলা। গ্রুপ ‘ডি’: আর্জেন্টিনা, চিলি, পানামা, বলিভিয়া। দেখে নিন কোপা আমেরিকার সূচি (বাংলাদেশ সময় অনুসারে):