শীর্ষরিপো্র্ট ডটকম । ৩ জানুয়ারি ২০১৭
নতুন বছরের শুরুতে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সে নিজেকে আবারও জানান দিলেন ডেভিড ওয়ার্নার। গতবারের থেকে এবার আরও খুনে চেহারায় অস্ট্রেলিয়ান এ ওপেনার।
পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্টে প্রথম দিনের প্রথম সেশনে লাঞ্চ বিরতির আগেই সেঞ্চুরি হাঁকিয়েছেন ওয়ার্নার। এর ফলে প্রথম সেশনে সেঞ্চুরি করা এলিট ব্যাটসম্যানদের তালিকায় জায়গা করে নিয়েছেন ওয়ার্নার। লাঞ্চ বিরতির আগে সেঞ্চুরি হাঁকানো ক্রিকেটারদের মধ্যে ওয়ার্নার পঞ্চম। তবে নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যান হিসেবে ওর্য়ানারই প্রথম এমন সেঞ্চুরি করলেন। প্রথম দিনে প্রথম সেশনে লাঞ্চের আগে সব শেষ সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যান মজিদ খান। ১৯৭৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে করাচিতে সবশেষ এমন সেঞ্চুরি করেছিলেন তিনি।
এর আগে মেলবোর্নে অস্ট্রেলিয়ার জয়ে দলের হয়ে দ্রুত সেঞ্চুরি করেছিলেন ওয়ার্নার। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। ঘরের মাঠে শুরুতে ব্যাট করতে নেমে দ্রুত সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার । সিডনিতে মাত্র দুই ঘন্টায় সেঞ্চুরি হাঁকিয়ে নতুন রেকর্ড গড়লেন তিনি। ৯৫ বল মোকাবেলায় ১৭ চারের সাহায্যে ১১৩ রানের ইনিংস খেলে ওয়াহাব রিয়াজের বলে আউট হয়েছেন ওয়ার্নার।