আজ শাহ আমানতে বিমান ওঠা-নামা বন্ধ

শীর্ষরিপো্র্ট ডটকম। ২১ মে  ২০১৬

আজ শাহ আমানতে বিমান ওঠা-নামা বন্ধ

আজ শাহ আমানতে বিমান ওঠা-নামা বন্ধ

দেশের উপকূলীয় এলাকা অতিক্রম করছে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’। আজ (শনিবার) যে কোনো সময় আঘাত হানতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অধিদফতর। এমন পরিস্থিতিতে বন্দর নগরীর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠা-নামা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শনিবার এক জরুরি বৈঠক শেষে বেলা সাড়ে ১০টা থেকে বিমানবন্দরের সব ধরণের অপারেশনাল কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়। বিমানবন্দরের সিভিল এভিয়েশন বিভাগের ম্যানেজার উইং কমান্ডার রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জাগো নিউজকে তিনি জানান, জরুরি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বেলা সাড়ে ১০টা থেকে ফ্লাইট ওঠা-নামাসহ বিমানবন্দরের সব অপারেশনাল কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেটি আজকের দিন পর্যন্ত বলবৎ থাকবে।

এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলের বিভিন্ন এলাকায় প্রচণ্ড বাতাস বয়ে চলছে। শনিবার ভোর থেকে চট্টগ্রামে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। সাগরও খুবই উত্তাল।

আবহাওয়া অধিদফতর বলছে, ঘূর্ণিঝড়টি ঘনীভূত হয়ে পূর্ব-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে শনিবার বিকেল নাগাদ বরিশাল-চট্রগ্রাম উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কি.মি. এর মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ কি.মি. যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৭ (সাত) নম্বর ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

 

Related posts