শীর্ষরিপো্র্ট ডটকম । ১৩ অক্টোবর ২০১৬
ওয়ানডে ক্যারিয়ারে নিজের সেরা অবস্থানে এখন টাইগার দলপতি মাশরাফি। সেই সাথে আইসিসি র্যাংকিংয়েও ঢুকে গেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সীমিত ওভারের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ইংল্যান্ডের বিপক্ষে দারুণ বোলিং করে সিরিজ শেষে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোলারদের তালিকার নয়ে পৌঁছে গেছেন তিনি।
আইসিসি প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়ের ওয়ানডেতে বোলিংয়ে ছয় ধাপ এগিয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। যেটা তার ক্যারিয়ার সেরা ওয়ানডে র্যাংকিং। সর্বশেষ আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ছয় ম্যাচে তিনি নিয়েছেন ১২ উইকেট।
মাশরাফি ছাড়াও বোলারদের মধ্যে ছয় নম্বরে আছেন স্পিনার সাকিব আল হাসান।