৭.২ মাত্রার ভূমিকম্প ভানুয়াতু দ্বীপে

শীর্ষরিপো্র্ট ডটকম । ১২  আগস্ট ২০১৬

৭.২ মাত্রার ভূমিকম্প ভানুয়াতু দ্বীপে

৭.২ মাত্রার ভূমিকম্প ভানুয়াতু দ্বীপে

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ভানুয়াতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার আঘান হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ২। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটি ভানুয়াতু দ্বীপ থেকে ৫৩৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হেনেছিল। খবর বিবিসির।

প্রাথমিকভাবে ভূমিকম্পের পর ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। তবে পরে সুনামি সতর্কতা বাতিল করা হয়।

ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ওই এলাকায় প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। এর আগে গত অক্টোবর এবং ডিসেম্বরে দ্বীপটিতে দুটি ভূমিকম্প আঘাত হেনেছিল। তবে ওই ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রাথমিক ভাবে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৬ বলে জানানো হয়েছিল। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

 

Related posts