৬.৪ মাত্রার ভূমিকম্প ইতালিতে

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২৪  আগস্ট ২০১৬

৬.৪ মাত্রার ভূমিকম্প ইতালিতে

৬.৪ মাত্রার ভূমিকম্প ইতালিতে

ভূমিকম্পে মঙ্গলবার শেষ রাতে কেপে উঠেছে ইতালির দক্ষিণের শহর পেরুগিয়া। রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিলো ৬ দশমিক ৪। তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের পরিমান  জানা যায়নি।

মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় রাত ৩টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি পেরুগিয়ার ৭৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিলো ১০ কিলোমিটার। রিমিনি, রোম ও পেসকারাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানানো হয়েছে। স্থানীয় দৈনিক লা রিপাবলিকা জানিয়েছে, রোমে ভূমিকম্পটি ২০ সেকেন্ড স্থায়ী হয়েছিল। তবে প্রাথমিকভাবে জানা গেছে, শহরের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

রিয়েটি প্রদেশের আলপাইন জরুরি সেবার কর্মকর্তা আলেসান্দ্রো ভূমিকম্পের পরপর জানিয়েছেন, প্রদেশের আমাতরাইস এলাকার দিকে তিনি যাচ্ছেন। ওই এলাকায় একটি ভবন ধসে পড়েছে বলে তারা খবর পেয়েছেন। তবে কেউ হতাহত হয়েছে কি না এ ব্যাপারে তিনি কোনো তথ্য জানাতে পারেননি।

তিনি আরো জানান, পুরো মধ্য ইতালিতে, এমনকি অড্রিয়াটিক সাগরেও ভূকম্পন অনুভূত হয়েছে।

 

 

Related posts