শীর্ষরিপো্র্ট ডটকম । ২৩ জানুয়ারি ২০১৭
পুলিশের ২৮৮ কর্মকর্তা ও সদস্য কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পদক আইজিপি ব্যাজ পাচ্ছেন । ২৫ জানুয়ারি বুধবার তাদের এই ব্যাজ পড়ানো হবে।
পুলিশ সুপার (এসপি) পদমর্যাদা থেকে কনস্টেবল পর্যন্ত মোট ৬টি ক্যাটাগরিতে এই স্বীকৃতি ব্যাজ দেয়া হবে। ক্যাটাগরি এ তে ৫৩ জন, ক্যাটাগরি বি তে ১০১ জন ক্যাটাগরি সি তে ৪৭ জন ক্যাটাগরি ডি তে ৩৩ জন ক্যাটাগরি ই তে ৩৬ জন এবং ক্যাটাগরি এফ তে ১৮ জন পুলিশ কর্মকর্তা ব্যাজ পাবেন।