শীর্ষরিপো্র্ট ডটকম । ১৩ অক্টোবর ২০১৬
৭৪ দিন পর বাংলাদেশ ক্রিকেট দলকে আবারও লাল-সবুজ জার্সিতে দেখা যাবে। আগামী ২৬ ডিসেম্বর বাংলাদেশ পরবর্তী ওয়ানডে ম্যাচ খেলতে মাঠে নামবে।ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। সেখানে ৩টি ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং ২টি টেস্ট খেলবে বাংলাদেশ।
নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে বাংলাদেশ অস্ট্রেলিয়াতে কন্ডিশনিং ক্যাম্প করবে। ৯ ডিসেম্বর বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া যাওয়ার কথা রয়েছে। সেখান থেকেই টাইগাররা উড়াল দেবে নিউজিল্যান্ডে।
বাংলাদেশ সর্বশেষ বিদেশের মাটিতে ওয়ানডে ম্যাচ খেলেছিল ২০১৫ সালের ১৯ মার্চ। এছাড়া দ্বিপাক্ষিক সিরিজে ২০১৪ সালের ২৫ আগস্ট ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলেছিল শেষ ওয়ানডে।