২০১৬ সালে লাওসে সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৮৬ জনের প্রাণহানি

শীর্ষরিপো্র্ট ডটকম । ৮  জানুয়ারি  ২০১৭

২০১৬ সালে লাওসে সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৮৬ জনের প্রাণহানি

২০১৬ সালে লাওসে সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৮৬ জনের প্রাণহানি

লাওসে ২০১৬ সালে ৫ হাজার ৬শ ১৬টি সড়ক দুর্ঘটনায় প্রায় ১ হাজার ৮৬ জনের প্রাণহানি ঘটে।

ট্রাফিক পুলিশ বিভাগ একথা জানিয়ে বলেছে, ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা অনেক বেড়েছে। ২০১৫ সালে ৫ হাজার ৫শ ৭১টি সড়ক দুর্ঘটনায় ৯শ ৯৫ জনের প্রাণহানি ঘটে। এক্ষেত্রে ট্রাফিক আইন অমান্য করায় দুর্ঘটনার সংখ্যাও অনেক বেড়ে গেছে।

এদিকে ২০১৬ সালে সড়ক দুর্ঘটনায় ৮ হাজার ৯১০ জন আহত হয়। এসময় ১০ হাজার ৩০৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

শুক্রবার রাষ্ট্র পরিচালিত ভিয়েনতিয়েন টাইমস জানায়, রাজধানীতে সবচেয়ে বেশী দুর্ঘটনা ঘটে। কেবলমাত্র রাজধানীতে ১ হাজার ৫শ ৫৪টি দুর্ঘটনায় ২শ ৬১ জন নিহত হয়। ২০১৫ সালের তুলনায় এটি অনেক বেশী।

 

Related posts