১১০০ শরণার্থীকে উদ্ধার করেছে ইতালি

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২৯  আগস্ট   ২০১৬

১১০০ শরণার্থীকে উদ্ধার করেছে ইতালি

১১০০ শরণার্থীকে উদ্ধার করেছে ইতালি

ভূমধ্যসাগর থেকে ১১শ’ শরণার্থীকে উদ্ধার করেছে ইতালীয় উপকূলরক্ষী বাহিনী। এরা সবাই নৌকা দিয়ে ইউরোপ পাড়ি দেয়ার চেষ্টা করছিল। উপকূলরক্ষীরা জানিয়েছে, রোববার সিসিলি দ্বীপে বেশ কয়েকটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উকূলরক্ষী বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, ভূমধ্যসাগরে ১১ বার অভিযান চালিয়ে আটটি রাবারের ডিঙি নৌকা, একটি বড় এবং দুইটি ছোট নৌকা থেকে ওই শরণার্থীদের উদ্ধার করা হয়। তবে ওই শরণার্থীরা কোন দেশের নাগরিক সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

ইন্টারন্যাশনাল অরগ্যানাইজেশন ফর মাইগ্রেশন শুক্রবার জানিয়েছে, এ বছর ১ লাখ ৫ হাজার ৩৪২ শরণার্থী নৌকায় করে সাগড় পাড়ি দিয়ে ইতালি পৌঁছেছে। এছাড়া বিপজ্জনকভাবে সাগর পাড়ি দিতে গিয়ে ২ হাজার ৭২৬ জন পুরুষ, নারী এবং শিশু শরণার্থীর মৃত্যু হয়েছে।

 

Related posts