হিজাব পরায় মুসলিম নারীকে চাকরি থেকে বরখাস্ত

শীর্ষরিপো্র্ট ডটকম। ৫  আগস্ট ২০১৬

 

হিজাব পরায় মুসলিম নারীকে চাকরি থেকে বরখাস্ত

হিজাব পরায় মুসলিম নারীকে চাকরি থেকে বরখাস্ত

হিজাব পরায় এক মুসলিম নারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। নাজাফ খান নামের ওই নারী জানিয়েছেন, তার বস তাকে বলেছিলেন, নিজের ধর্ম বাড়িতে রেখে আসতে। তা নিয়ে অফিসে আসা যাবে না।

ওই নারী জানান, তিনি হিজাব ছাড়া অফিসে আসার বিষয়টি মেনে না নেয়ায় তাকে অফিস থেকে বের করে দেয়া হয়।

ভার্জিনিয়ার ওকস ডেন্টাল কেয়ার ক্লিনিকে চাকরির তৃতীয় দিনেই নাজাফকে বের করে দেয়া হয়। এর আগে তার বস তাকে অন্যদের কাছ থেকে একটু দূরে সরিয়ে নিয়ে পরামর্শ দিয়েছিলেন যে, তার এই পোশাক হাসপাতালের রোগীদের চটিয়ে দিতে পারে। এতে করে হাসপাতালের পরিবেশ নষ্ট হতে পারে।

নাজাফের বস তাকে হুমকি দিয়েছিলেন সে যদি এর পর থেকে হিজাব পড়ে অফিসে আসে তবে তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হবে। কিন্তু তিনি বসের কথায় অস্বীকৃতি জানান। আর এতেই তাকে চাকরি হারাতে হয়। অথচ তার খুব স্বপ্ন ছিল তিনি একজন ডেন্টিস্ট হবেন।

 

Related posts