শীর্ষরিপো্র্ট ডটকম । ৩০ সেপ্টেম্বর ২০১৬
রাজধানীর যাত্রাবাড়ী টোল প্লাজা এলাকা থেকে ১ হাজার বোতল ফেন্সিডিল ও অ্যাম্বুলেন্সসহ তিনজনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৃহস্পতিবার রাতে চালানো এক বিশেষ অভিযানে এক নারীসহ ওই তিনজনকে গ্রেফতার করে সিআইডি।
বিষয়টি নিশ্চিত করে সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল্লাহেল বাকী জাগো নিউজকে বলেন, আটকদের জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি কার্যালয়ে নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত জানানোর কথা রয়েছে।