স্মার্টফোনের পর ওয়াশিং মেশিন বিস্ফোরণ : বিপদে স্যামসাং

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ১  অক্টোবর  ২০১৬

স্মার্টফোনের পর ওয়াশিং মেশিন বিস্ফোরণ : বিপদে স্যামসাং

স্মার্টফোনের পর ওয়াশিং মেশিন বিস্ফোরণ : বিপদে স্যামসাং

বিষ্ফোরণ কাণ্ড যেন পিছু ছাড়তে চাইছে না দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাংকে। একের পর এক বিষ্ফোরণে বিপাকে আছে প্রতিষ্ঠানটি। ইতোপূর্বে মোবাইল ফোন বিষ্ফোরণ নিয়ে বিপাকে পড়ে এই প্রযুক্তি জায়ান্ট। এবার ওয়াশিং মেশিন বিষ্ফোরণের ঘটনায় উত্তর আমেরিকায় মামলা হয়েছে স্যামসাংয়ের বিরুদ্ধে।

ঝুঁকিপূর্ণ ওয়াশিং মেশিন তৈরির কারণে মামলা করে মার্কিন আইন ফার্ম। মূলত যুক্তরাষ্ট্রে কয়েকটি বাসায় ওয়াশিং মেশিন বিস্ফোরণের ফলে এই মামলা করা হয়।

এদিকে স্যামসাং তাদের ওয়াশিং মেশিন বিস্ফোরণের সত্যতা স্বীকার করে জানিয়েছে, উত্তর আমেরিকায় ২০১১ সালের মার্চ থেকে ২০১৬ সালের এপ্রিল পর্যন্ত বাজারজাত করা টপ লোডিং ওয়াশিং মেশিনগুলোতে বিষ্ফোরণ জনিত সমস্যা পাওয়া গেছে।

পাশাপাশি প্রতিষ্ঠানটি দাবি করেছে বিশ্বের অন্য কোন দেশ থেকে ওয়াশিং মেশিনে এ ধরনের সমস্যার খবর পাওয়া জায়নি। তবে গ্যালাক্সি নোট সেভেনের মতো ওয়াশিং মেশিনও পরিবর্তন করে দেওয়া হবে কি-না, তা জানায়নি স্যামসাং। সূত্র : বিবিসি

 

Related posts