স্বাস্থ্য মন্ত্রণালয় শিক্ষক স্বল্পতা দূরীকরণের লক্ষ্যে কমিটি গঠন করেছে

শীর্ষরিপো্র্ট ডটকম । ২৬  জানুয়ারি ২০১৭

স্বাস্থ্য মন্ত্রণালয় শিক্ষক স্বল্পতা দূরীকরণের লক্ষ্যে কমিটি গঠন করেছে

স্বাস্থ্য মন্ত্রণালয় শিক্ষক স্বল্পতা দূরীকরণের লক্ষ্যে কমিটি গঠন করেছে

চিকিৎসা শিক্ষায় মৌলিক বিষয়ের শিক্ষক স্বল্পতা দূরীকরণে উপায় নির্ধারণের লক্ষ্যে স্বাস্থ্য সচিব মো. সিরাজুল ইসলামকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে।

বুধবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে এ সংক্রান্ত এক সভায় এই কমিটি গঠন করা হয়।

দেশের চিকিৎসা সেবার মানোন্নয়নে চিকিৎসা শিক্ষার ভিত্তি মৌলিক বিষয়গুলোতে শিক্ষক সংকট দূর করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অপর সদস্যরা হলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিএমডিসি’র সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ, বিসিপিএস সভাপতি অধ্যাপক সানোয়ার হোসেন, বিএসএমএমইউ’র উপ-উপাচার্য অধ্যাপক ডা. শরফুদ্দীন আহমেদ, ঢাকা বিশ^বিদ্যালয়ের চিকিৎসা শিক্ষা অনুষদের ডীন অধ্যাপক ইসমাইল খান। কমিটিকে আগামী দশ কর্মদিবসের মধ্যে সুপারিশ প্রতিবেদন জমা দেয়ার জন্য বলা হয়েছে।

বৈঠকে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকদের জন্য আর্থিক প্রণোদনার ব্যবস্থা করা, পদোন্নতির বিধান শিথিলকরণ, উচ্চতর শিক্ষার সহজ সুযোগ সৃষ্টি, অবসরপ্রাপ্ত শিক্ষকদের চুক্তিভিত্তিক নিয়োগসহ বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।

 

Related posts