শীর্ষরিপো্র্ট ডটকম । ৪ সেপ্টেম্বর ২০১৬
নাগরিকদের হাতে উন্নত মানের স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেওয়ার উদ্বোধন কার্যক্রম উপলক্ষ্যে সোমবার প্রস্তুতিমূলক সভা করবে নির্বাচন কমিশন (ইসি)। ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, আগামী ২ অক্টোবর স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠান ঢাকায় হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা সোমবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে সচিব মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।