শীর্ষরিপো্র্ট ডটকম। ২৫ জুন ২০১৬
অবশেষে আনুষ্ঠানিক উদ্বোধন হলো সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে নির্মিত লঞ্চ সুন্দরবন-১০।
শনিবার দুপুর ২টায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও নৌ-মন্ত্রী শাজাহান খান সদরঘাটে লঞ্চটির উদ্বোধন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুছ ও জেবুন্নেছা আফরোজ।
উদ্বোধন শেষে আনুষ্ঠানিকভাবে নদীতে চালানো হয় সুন্দরবন-১০ লঞ্চটি। এসময় নদীপথে প্রায় ২০ কিলোমিটার ঘুরে ফের সদরঘাটে এসে নোঙ্গর করে বাংলার টাইটানিক খ্যাত এই নৌযান।
লঞ্চের মাস্টার মজিবুর রহমান জাগো নিউজকে বলেন, সুন্দরবন-১০ লঞ্চে এমন কিছু প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে, যা বাংলাদেশের অন্য কোন লঞ্চে নেই।
তিনি জানান, লঞ্চটিতে লিফট সংযোজন করা হয়েছে। মেডিকেল সার্ভিসের ব্যবস্থা রাখা হয়েছে। ডিজিটাল নেভিগেশন ইকুপমেন্ট সিস্টেমের মাধ্যমে লঞ্চটি পরিচালনা করা হবে। এ প্রক্রিয়ায় সুইসিং এর মাধ্যমে পুরো লঞ্চটি নিয়ন্ত্রণ করা হবে।
মজিবুর রহমান আরো জানান, সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে নির্মিত লঞ্চটি খুব সহজেই নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়া এতে সিসি ক্যামেরা ও ইকো সাউন্ডার (পানির গভীরতা মাপার যন্ত্র) সংযুক্ত করা হয়েছে। লঞ্চটিতে প্রায় ১ হাজার ৩০০ যাত্রী বহন করা যাবে বলেও জানান তিনি।