সিঙ্গাপুরগামী বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ল

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২৪  আগস্ট ২০১৬

সিঙ্গাপুরগামী বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ল

সিঙ্গাপুরগামী বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ল

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুরগামী রিজেন্ট এয়ারের একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়েছে। এ সময় বিমানের চাকায় আগুন ধরে যায়।

বুধবার বেলা পৌনে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। এতে বিমানবন্দরের রানওয়ে কিছুক্ষণ বন্ধ ছিল।

সিভিল অ্যাভিয়েশনের মেম্বার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কী কারণে বিমানটি ছিটকে পড়ল, তার তদন্তও শুরু হয়েছে।

বিমানের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম জানান, বিমানে ১১০ জন যাত্রী, ৬ জন ক্রু ছিলেন। রানওয়ে থেকে উড়তে গিয়ে বিমানটি ছিটকে পড়ে। এতে ৪০ মিনিট রানওয়ের কার্যক্রম বন্ধ ছিল।

 

 

Related posts