শীর্ষরিপো্র্ট ডটকম। ১৭ মার্চ ২০১৬
বাংলাদেশ দলের অন্যতম তারকা ক্রিকেটার সাব্বির রহমান। টি-টোয়েন্টির স্পেশালিস্ট হিসেবেই বেশ পরিচিতি রয়েছে তার। ২৪ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যানের তান্ডব দেখেছে ক্রিকেট বিশ্ব। এশিয়া কাপে ব্যাট হাতে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে ওমানের বিরুদ্ধেও বেশ ভালো নৈপূণ্য দেখিয়েছেন। ইডেনে পাকিস্তানের বিপক্ষে ব্যক্তিগত রানের ঝুলিতে মাত্র ২৫ রানে যোগ করে গড়ে ফেলেন এক রেকর্ড।
চলতি বছরে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ফরমেটে চারশ’ বা তার বেশি রান করার রেকর্ড গড়েছেন সাব্বির রহমান। এর আগে কখনও কোনো বাংলাদেশি ক্রিকেটার এক বছরে টি-টোয়েন্টি ফর্মেটে চারশ’ বা তার বেশি রান করতে পারেনি।
গত বছর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম অর্ধশতক তুলে নেন সাব্বির। এরপর এবারের এশিয়া কাপ আসরের সর্বোচ্চ রান সংগ্রহ করেন। বুধবার পর্যন্ত সাব্বির ১৩ ইনিংসে ৪২৩ রান করেছেন। তার সর্বোচ্চ সংগ্রহ ৮০ রান।