শীর্ষরিপো্র্ট ডটকম। ৩০ এপ্রিল ২০১৬
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ মাঠে নামবে বাংলাদেশের দুই তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তবে তারা একে অপরের মুখোমুখি হচ্ছেন না।
সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স খেলবে দিল্লি ডেয়ার ডেভিলসের বিপক্ষে। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় ম্যাচটি শুরু হবে।
অপরদিকে নবম আসরে প্রথমবারের মতো খেলেই সবার নজরকাড়া মুস্তাফিজের সানরাইজ হায়দরাবাদ খেলবে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে। রাত সাড়ে ৮টায় বল হাতে মাঠে নামবে কাটার-মাস্টারের দল।
তবে সাকিব-মুস্তাফিজ দ্বিতীয়বারের মতো একে অপরের মুখোমুখি হবেন ২২ মে বিকেল সাড়ে ৪টায়।
প্রথমবার ১৬ এপ্রিল মাঠে প্রতিপক্ষ ছিল এই দুই জাতীয় দলের সতীর্থ। সেদিন জুয়ের মুখ দেখেছিল সাকিবের কলকাতা।