শীর্ষরিপো্র্ট ডটকম । ৭ অক্টোবর ২০১৬
একদিকে ইমরুল কায়েস অসাধারণ দায়িত্বশীল ব্যাটিং উপহার দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে লক্ষ্য পানে। গড়ে ফেলেছেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। অপরদিকে তার সঙ্গী হিসেবে অসাধারণ সহযোগিতা করে যাচ্ছেন সাকিব আল হাসান। ইমরুলের সঙ্গে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করে ফেলেছেন সাকিবও।
মঈন আলির বলটিকে বাউন্ডারিতে পাঠিয়েই ক্যারিয়ারের ৩১তম হাফ সেঞ্চুরিটা পূর্ণ করে ফেলেন সাকিব। মোক্ষম একটা সময়েই জ্বলে উঠলেন সাকিব। রানে ফেরা প্রয়োজন ছিল তার। সেটাই ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে পেয়ে গেলেন তিনি।