শীর্ষরিপো্র্ট ডটকম । ১০ মার্চ ২০১৭

সঠিক তথ্যপ্রবাহের মাধ্যমে জনবিভ্রান্তি নিরসন করতে হবে : তথ্যমন্ত্রী
সঠিক তথ্যপ্রবাহের মাধ্যমে জনবিভ্রান্তি নিরসন করার উপর গুরুত্বারোপ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রাষ্ট্রের উচিত সঠিক তথ্যের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্ম তারিখ রহস্য উন্মোচন করে জাতিকে জানানো ।
জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও স্বৈরশাসনকে অবাধ ও সঠিক তথ্যপ্রবাহের সবচেয়ে বড় বাধা বলে এদের নির্মূলেও কাজ করতে সাংবাদিকদের প্রতি আহবান জানান ইনু।
তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ প্রাক্তনীদের আয়োজিত ‘তথ্য অধিকার আইন ও গভীরতাধর্মী সাংবাদিকতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
ঢাবি উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান বিশেষ অতিথি হিসেবে এবং বিএফইউজে সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, ৭১ টিভির বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা প্রমুখ মূলপ্রবন্ধের উপর আলোচনা করেন ।
রাজনীতি ও সমাজের সকল ক্ষেত্রে তথ্য অধিকার আইনের প্রয়োগ উৎসাহিত করে মন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে দুর্নীতি-অপচয় রোধেও এর ব্যবহার হওয়া উচিত।