শীর্ষস্থান হারানোর পথে ভারত

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২১ আগস্ট ২০১৬

শীর্ষস্থান হারানোর পথে ভারত

শীর্ষস্থান হারানোর পথে ভারত

ওয়েস্ট ইন্ডিজ-ভারতের চতুর্থ টেস্টে তিন দিনে খেলা হল মোটে ২২ ওভার, টানা দুই দিন পরিত্যক্ত হল খেলা। আবহাওয়া পূর্বাভাসেও নেই সুখবর। আইসিসি টেস্ট র‌্যাংঙ্কিংয়ের শীর্ষস্থান হারানোর পথে রয়েছে বিরাট কোহলির দল।

কোনো সুপার সপার নেই পোর্ট অব স্পেনে। শনিবার ভেজা মাঠ খেলার উপযোগী করতে এরপরও নানা চেষ্টা করে গেলেন মাঠকর্মীরা। এরই মাঝে স্থানীয় সময় সকাল সাড়ে এগারোটায় এলো বৃষ্টি, তাতে পরিত্যক্ত হয়ে গেল তৃতীয় দিনের খেলা।

সেরার আসন ধরে রাখতে ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হবে কোহলিদের। কিন্তু বৃষ্টির জন্য সেই সুযোগ খুব একটা নাও পেতে পারেন তারা। নয় সেশনের মধ্যে খেলা হয়েছে এক সেশনেরও কম।

বৃহস্পতিবার টেস্টের প্রথম দিন বৃষ্টির ফাঁকে ২২ ওভার খেলা হয়। তাতে ২ উইকেটে ৬২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ক্রেইগ ব্র্যাথওয়েইট ৩২ ও মারলন স্যামুয়েলস ৪ রানে অপরাজিত আছেন।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২২ ওভারে ৬২/২ (ব্র্যাথওয়েইট ৩২*, জনসন ৯, ব্রাভো ১০, স্যামুয়েলস ৪*; ভুবনেশ্বর ০/১৩, শামি ০/১৪, ইশান্ত ১/৭, অশ্বিন ১/২২)

 

Related posts