শীর্ষরিপো্র্ট ডটকম । ২৫ জানুয়ারি ২০১৭
বাংলাদেশের প্রত্যেকটি শিশু সুশিক্ষায় শিক্ষিত হলে দেশ থেকে দারিদ্র্য হ্রাস পাবে বলেছেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ।
তিনি বলেন, দারিদ্র্য হ্রাস পেলে দেশ আরো উন্নত হবে। প্রতিমন্ত্রী আজ শনিবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের গোয়ালীয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. মাহমুদুর রশিদ টুটুল এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শেখ ফরিদ।
মেহের আফরোজ চুমকি বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার সব সময় শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে। তাই দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে।
তিনি আরো বলেন, আজকের ছোট ছোট সোনামনিরা একদিন বঙ্গবন্ধুর সোনার বাংলার হাল ধরবে। আর এভাবেই বাংলার সকল শ্রেণি-পেশার মানুষের মাঝেই বঙ্গবন্ধু আজীবন বেঁচে থাকবেন।