শীর্ষরিপো্র্ট ডটকম। ৭ জুন ২০১৬
জাপানের রাজধানী টোকিও’র একটি চিড়িয়াখানায় পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন দুই বছরের ছোট্ট এক শিশু। এক পর্যায়ে সিংহের খাঁচার সামনে গিয়ে দাড়ান। সিংহের খাঁচার দিক থেকে মুখ ফিরিয়ে নিতেই পুরোশক্তি নিয়ে ওই শিশুর ওপর হামলার চেষ্টা করে সিংহটি।
কিন্তু সিংহের ব্যাপক শক্তি হার মানতে বাধ্য হয়েছে খাঁচার কাচের বেষ্টনীর কাছে। একশ ৮৫ কেজি ওজনের ওই সিংহ শিশুটির ওপর পুরো শক্তি নিয়ে হামলে পড়ার চেষ্টা করেছিল। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।
ভিডিওটি ধারণ করা হয়েছে টোকিওর চিবা জুলজিক্যাল পার্কে। এতে দেখা যায়, সিংহের খাঁচার সামনে দাড়িয়ে আছে দুই বছরের একটি শিশু। কয়েক সেকেন্ডের মধ্যে ওই শিশু সিংহের খাঁচা থেকে বিপরীত দিকে মুখ ফিরিয়ে নেয়। মুহূর্তের মধ্যে বনের এই রাজা শিশুটির ওপর হামলে পড়ার চেষ্টা করছে। দেখুন ভিডিওতে.https://youtu.be/LgrwrlR2K1U