শিল্পমন্ত্রী চার দিনের সরকারি সফরে ইরান যাচ্ছেন

শীর্ষরিপো্র্ট ডটকম । ৩০  সেপ্টেম্বর ২০১৬

শিল্পমন্ত্রী চার দিনের সরকারি সফরে ইরান যাচ্ছেন

শিল্পমন্ত্রী চার দিনের সরকারি সফরে ইরান যাচ্ছেন

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আগামীকাল চার দিনের সরকারি সফরে ইরান যাচ্ছেন। ইরানের শিল্প, খনি ও বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ রেজা নেমাতজাদেহের আমন্ত্রণে সে দেশে যাচ্ছেন শিল্পমন্ত্রী।

শুক্রবার শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবদুল জলিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আবদুল জলিল জানান, শিল্প খাতে উন্নয়নের লক্ষ্যে ইরানের সঙ্গে অভিজ্ঞতা ও কারিগরি দক্ষতা বিনিময়ের ক্ষেত্র চিহ্নিত করার জন্য এ সফর করছেন মন্ত্রী।

সফরকালে তিনি চার সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি)চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন এবং শিল্পমন্ত্রীর সহকারী একান্ত সচিব এফ এম মাহমুদ প্রতিনিধিদলে রয়েছেন।

চার দিনের এ সফরে শিল্পমন্ত্রী ইরানের উপরাষ্ট্রপতি; শিল্প, খনি ও বাণিজ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী এবং ইস্পাহান প্রদেশের গভর্নর জেনারেলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এ ছাড়া, তিনি ইরান চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট এবং ইস্পাহানের স্থানীয় শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবেন।

বাংলাদেশ এবং ইরানের মধ্যে ঐতিহাসিকভাবে ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে। এটি কাজে লাগিয়ে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা জোরদারের লক্ষ্যে ইরান সরকার শিল্পমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানিয়েছে। এ সফরের মাধ্যমে ম্যানুফ্যাকচারিং ও সেবা শিল্প খাত এবং অর্থনৈতিক অবকাঠামো উন্নয়নে ইরানের সক্ষমতা সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এর ফলে দুই দেশের শিল্প খাতে কারিগরি জ্ঞান, প্রযুক্তি হস্তান্তর ও ব্যবস্থাপনা দক্ষতা বিনিময়ের পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।

 

 

Related posts