শাহরুখের ঘোর কাটছে না সানি লিওনের

শীর্ষরিপো্র্ট ডটকম।  ৪ এপ্রিল  ২০১৬

চলতি মাসে বলিউডের সবচেয়ে বড় এবং গরম খবর এটাই। ‘রইস’ ছবিতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন সাবেক কানাডিয়ান পর্নোস্টার সানি লিওন।

শাহরুখের ঘোর কাটছে না সানি লিওনের

সানি লিওন

তবে খবর এখন আর খবরে নেই। সত্যি সানি শুটিং করেছেন শাহরুখের সঙ্গে। আর নিজের জীবনের বিশেষ এই সময়টাতে আবেগে আপ্লুত তিনি। শাহরুখের সৌজন্যতা আর বিনয় দেখে মুগ্ধতায় চোখে জল চলে এসেছে তার।

আর এসব কথা শেয়ার করলেন নায়িকা নিজেই। সানি বলেছেন, ‘প্রত্যেক দিন যে স্বপ্নটা দেখতাম, শাহরুখের সঙ্গে কাজ করতে গিয়ে সেটাই পূরণ হলো। এতটাই ইমোশনাল হয়ে গিয়েছিলাম, যে মেকআপ করতে করতে চোখে জল এসে গিয়েছিল। শাহরুখ ভীষণ ভালো মানুষ এবং প্রফেশনাল। আমি এতটাই বোকা যে, ওনার সামনে গিয়ে অভিনয় করতে লজ্জা পাচ্ছিলাম। উনি নিজে সবকিছু সাবলীল করে দিলেন।’

সানি আরো বলেন, ‘তার সাথে অভিনয় করা শেষ। কিন্তু আমার ঘোর কাটছেই না। এই প্রথম কোনো অভিনেতার জন্য আবেগে প্রায় কেঁদে ফেলেছিলাম আমি।’

প্রসঙ্গত, শাহরুখ খানের আপকামিং চলচ্চিত্র ‘রইস’-এর একটি আইটেম গানে দেখা যাবে সানিকে।

 

Related posts