শীর্ষরিপো্র্ট ডটকম । ১ সেপ্টেম্বর ২০১৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা ষড়যন্ত্রের মামলায় জামিন পেয়েছেন সিনিয়র সাংবাদিক শফিক রেহমান। জামিন খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে তার করা আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে গঠিত আপিল বিভাগের বেঞ্চ গতকাল এ আদেশ দেন। পাসপোর্ট জমা দেয়ার শর্তে তিন মাসের অথবা ওই মামলায় পুলিশ প্রতিবেদন না দেয়া পর্যন্ত জামিনে থাকতে পারবেন শফিক রেহমান। আদালতে শফিক রেহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এজে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে এজে মোহাম্মদ আলী গণমাধ্যমকে বলেন, উনাকে (শফিক রেহমান) তিন মাসের জামিন দেয়া হয়েছে। সেই সঙ্গে তাকে পাসপোর্ট জমা দিতে বলা হয়েছে।
গত ১৬ই এপ্রিল রাজধানীর ইস্কাটনের বাসা থেকে শফিক রেহমানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। ওই বাসায় তল্লাশি চালিয়ে গোপনীয় নথিপত্র পাওয়ার কথা জানিয়েছিল পুলিশ। পরে শফিক রেহমানকে দুই দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ মামলায় নিম্ন আদালতে জামিন নামঞ্জুর হলে হাইকোর্টে আবেদন করেন শফিক রেহমান। শুনানি শেষে ৭ই জুন হাইকোর্ট তার আবেদন খারিজ করে দেন। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে ১৭ই জুলাই আপিলের অনুমতি পান শফিক রেহমান।