শীর্ষরিপো্র্ট ডটকম। ২১ এপ্রিল ২০১৬
কয়েকদিন যাবত ভূমিকম্পে কাঁপছে নেপাল, মায়ানমার, জাপান, ইকুয়েডর, চিলিসহ বিশ্বের বহু দেশ। এর মধ্যেই মার্কিন জিওলজিক্যাল সার্ভে (এমজেএস) সামনে এনেছে আরও ভয়ঙ্কর তথ্য।
এমজেএস জানিয়েছে, নেপালের ভূমিকম্পসহ এই কিছুদিন ধরে চলা ভূমিকম্পের থেকেও ৩২ গুণ শক্তিশালী ভূমিকম্প ঘটতে চলেছে পৃথিবীর বুকে। যার ফলে ধ্বংস হয়ে যেতে পারে বিশ্বের একটা অংশ।
তারা আরও জানাচ্ছে, বিশ্বের ভূকম্পপ্রবণ অঞ্চলগুলির তালিকায় রয়েছে ভারত, নেপাল সহ দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ অংশ।
মার্কিন রিপোর্টকে সমর্থন করেছেন ভারতের ন্যাশানাল জিওলজিকাল রিসার্চ ইনস্টিটিউটের প্রাক্তন ডিরেক্টর হর্ষকে গুপ্তা।
তিনি জানান, তাঁর কাছে থাকা তথ্য অনুযায়ী ২৭ এপ্রিলের নেপালের ভূমিকম্পের থেকেও বহু গুণ তীব্র কম্পন হতে চলেছে আগামী দিনে।