শীর্ষরিপো্র্ট ডটকম। ২৮ জুলাই ২০১৬
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাযিল ১ম, ২য় ও ৩য় বর্ষের চূড়ান্ত পরীক্ষা-২০১৫ রোববার (৩১ জুলাই) থেকে শুরু হবে। যা ৩০ অক্টোবর পর্যন্ত চলবে বলে পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে।
উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. আরিফ মোল্লা জানান, পরীক্ষার সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এ বছর ১ হাজার ২৭৭টি মাদরাসা থেকে সর্বমোট ১ লাখ ৩৭ হাজার ৬২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। এর মধ্যে ১ম বর্ষে ৫৫ হাজার ৪১৫ জন, ২য় বর্ষে ৪৩ হাজার ৬৫৩ জন এবং ৩য় বর্ষে ৩৮ হাজার ৫৬০জন শিক্ষার্থী রয়েছে।
তিনি আরও বলেন, দেশব্যাপী ২৯২টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এ ফাযিল পরীক্ষা অনুষ্ঠিত হবে।